খেলো ইন্ডিয়া বিচ গেমস ২০২৬এর শিরোপা জিতেছে কর্ণাটক। ৩ টি সোনা, ২টি রূপো ও ৬টি ব্রোঞ্জ সহ ১১টি মেডেল নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করেছে তাঁরা। অন্যদিকে ৩টি সোনা, ২টি রূপো ও ৩টি ব্রোঞ্জ পেয়ে ৮টি মেডেল নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। পাশাপাশি মণিপুর ৭টি মেডেল নিয়ে তৃতীয় স্থানে গেমস শেষ করেছে।
Site Admin | January 11, 2026 2:34 PM
খেলো ইন্ডিয়া বিচ গেমস ২০২৬এর শিরোপা জিতেছে কর্ণাটক। ৩ টি সোনা, ২টি রূপো ও ৬টি ব্রোঞ্জ সহ ১১টি মেডেল নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করেছে তাঁরা।