March 22, 2025 7:49 AM

printer

খেলা ইন্ডিয়া প্যারা গেমসের দ্বিতীয় দিনের শেষে তামিলনাড়ু ৯-টি স্বর্ণ পদক পেয়ে তালিকার শীর্ষস্হানে রয়েছে।

খেলো ইন্ডিয়া প্যারা গেমস ২০২৫ এর দ্বিতীয় দিনে র প্রধান আকর্ষণ ছিল প্যারা অ্যাথলেটিকস এবং ব্যাডমিন্টন। নতুন দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামের বিভিন্ন ট্র্যাকে অ্যাথলিটরা  তাদের অসাধারণ দক্ষতা প্রদর্শন করেন। দিনের শেষে  ৪৪ টি স্বর্ণপদক দেওয়া হয়। তামিলনাড়ু সবচেয়ে বেশি নটি সোনা জয় করে তালিকায় শীর্ষে রয়েছে, তারপরেই রয়েছে হরিয়ানা, পেয়েছে সাতটি স্বর্ণপদক। মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ পাঁচটি করে স্বর্ণপদক লাভ করে।

 অন্যদিকে, প্যারা ব্যাডমিন্টনে দিনের সবচেয়ে বড় ঘটনা ঘটে যখন সঞ্জীব কুমার শীর্ষবাছাই মঞ্জুনাথ চিক্কাইয়াকে ২১-৩,২১-৬ এ কোয়ার্টার ফাইনালে হারিয়ে দেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।