খাদ্য ও গণবন্টন দপ্তর, ভেজিটেবল ওয়েল বা উদ্ভিজ্জ তেল দ্রব্য, তার উৎপাদন ও যোগানের নিয়ন্ত্রণ সংক্রান্ত ২০১১ র নির্দেশ সংশোধন করেছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, এই সংশোধনের ফলে ২০০৮ সালের পরিসংখ্যান আইনের অধীনে ভোজ্য তেলের ক্ষেত্রে তথ্য সংগ্রহের বিষয়টি আরো শক্তিশালী হবে। ভোজ্যতেলের মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত উপভোক্তা এবং অন্যান্য অংশীদারের জন্যই এটি সহায়ক হবে।
এই সংশোধন, তথ্য প্রমাণ ভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে স্বচ্ছতা, আরো উন্নত বাজার এবং নিবিড় পর্যালোচনা বাড়াবে বলেও মন্ত্রক জানিয়েছে।