December 18, 2025 8:42 AM

printer

খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় দলের বুথ লেভেল এজেন্টদের  নিয়ে আরও একটি বৈঠকে বসতে চলেছেন।

খসড়া ভোটার তালিকায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়ায় তৃণমূল কংগ্রেস নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতায় দলের বুথ লেভেল এজেন্টদের  নিয়ে আরও একটি বৈঠকে বসতে চলেছেন।

দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ২২ ডিসেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে কলকাতার পাশাপাশি হাওড়া ও হুগলি জেলার একাংশের BLA-দের ডাকা হয়েছে। নির্বাচন কমিশনের শুনানি শুরুর ঠিক আগে এই বৈঠক  রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  উল্লেখ্য, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, তিনি নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে স্থানীয় নেতৃত্ব ও বুথ লেভেল এজেন্টের সঙ্গে বৈঠক করেন।