খড়গপুর IIT এবং দুর্গাপুর NIT-তে চলছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ২০২৫- প্রতিযোগিতা। দেশে বিভিন্ন ক্ষেত্রে উদ্ভূত নানা সমস্যার দেশেই সমাধানের লক্ষ্যে একাধিক দলের প্রতিযোগীরা প্রয়াস চালাচ্ছেন। সারা দেশব্যাপী হ্যাকাথনের এটি অষ্টম সংস্করণ। খড়গপুরে এই প্রতিযোগিতার হাডর্ওয়ার সংস্করণ ১২-ই ডিসেম্বর পর্যন্ত চলবে।
দুর্গাপুর এন আই টি-তে সফট্ওয়ার সংস্করণের ফল আজ রাত আটটায় ঘোষিত হবে। ভার্চুয়ালি সেখনে উপস্হিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিকে, রাজ্যের সব কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে খড়গপুর কেন্দ্রীয় বিদ্যালয়(১)-এ শুরু হয়েছে দু’দিন ৫৩তম রাজ্যস্তরীয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনী। এবছর প্রদর্শনীর মূল ভাবনা STEM for Viksit & Atmarirbhar Bharat।