July 1, 2024 12:07 PM

printer

কয়েকটি দেশ থেকে আমদানী করা ফাইবার গ্লাসের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক বসানোর আবেদন ভারত বিবেচনা করছে।

বিভিন্ন দেশীয় সংস্থার পক্ষ থেকে চীন, থাইল্যান্ড এবং বাহেরিন থেকে আমদানী করা ফাইবার গ্লাসের উপর অ্যান্টি ডাম্পিং শুল্ক বসানোর আবেদন আসার পর ভারত এই বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। সংস্থাগুলির আবেদন যথাযথ বিবেচিত হলে এই শুল্ক
ধার্য করা হবে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের Directorate General of Trade Remedies- DGTR অনুসন্ধান শুরু করে। তবে এ বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।