মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 26, 2025 8:31 PM

printer

কয়লা মন্ত্রক আগামীকাল নতুন দিল্লীতে বাণিজ্যিক কয়লা খাদান নিলামের দ্বাদশ কিস্তি শুরু করবে।

কয়লা মন্ত্রক আগামীকাল নতুন দিল্লীতে বাণিজ্যিক কয়লা খাদান নিলামের দ্বাদশ কিস্তি শুরু করবে। নিলামের জন্য চিহ্নিত খনিগুলির মধ্যে ১৩টি-তে ইতিমধ্যেই কয়লা পাওয়া গেছে, ১২টি-তে আংশিক খননের কাজ হয়েছে। দেশীয় এবং বিদেশী বিনিয়োগকারীদের এই নিলামে আকৃষ্ট করতেই এই কিস্তি চালু করা হচ্ছে। নিলামের মাধ্যমে খাদানগুলি বন্টনের পর, দেশের শক্তিক্ষেত্রে স্বয়ম্ভরতা অর্জন এবং শিল্পক্ষেত্রে বৃদ্ধির অভীষ্ট লক্ষ্য পূরণ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।