কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে, ২১৯৭ জন তীর্থযাত্রীর আরেকটি দল, পবিত্র অমরনাথ গুহা মন্দিরের লক্ষ্যে কাশ্মীর উপত্যকার উদ্দেশ্যে ভগবতী নগর যাত্রী নিবাস বেস ক্যাম্প থেকে রওনা হয়েছে। এই দলে ১৭৬৪ জন পুরুষ, ৩৬৫ জন মহিলা, ৯ জন শিশু রয়েছেন। এর মধ্যে ৫৭৩ জন তীর্থযাত্রী ভোর ৩ টে বেজে ৩১ মিনিটে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে এবং ১৬২৪ জন পহেলগাঁও বেস ক্যাম্পের উদ্দেশে ৪ টে বেজে ১ মিনিটে রওনা হয়েছেন। সেখান থেকে তাঁরা পবিত্র গুহার উদ্দেশে তাঁদের পরবর্তী যাত্রা শুরু করবেন।
Site Admin | July 27, 2025 1:42 PM
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ২১৯৭ জন তীর্থযাত্রীর আরেকটি দল, পবিত্র অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা হয়েছে
