ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক কলকাতায় ১৭তম উপজাতি যুব বিনিময় কর্মসূচির আয়োজন করছে। মন্ত্রকের অধীন মেরা যুব ভারত পশ্চিমবঙ্গ ও মেরা যুব ভারত কলকাতা উত্তরের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে আজ থেকে ২১শে জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। মেরা যুব ভারত কলকাতা উত্তরের জেলা যুব আধিকারিক প্রিয়াঙ্কা ঘোষ জানিয়েছেন, উপজাতি সম্প্রদায়ের যুবকদের দেশের উন্নয়ন ও কেন্দ্রের জনকল্যাণমূলক প্রকল্পগুলি সম্পর্কে সচেতন করা,সামাজিক ও গণতান্ত্রিক কাঠামো সম্পর্কে বিস্তারিত ধারণা তৈরীর উদ্দেশ্যে এই যুব বিনিময় কর্মসূচির আয়োজন করা হয়েছে। শ্রীমতি ঘোষ বলেন, ছত্রিশগড়, মধ্যপ্রদেশ,মহারাষ্ট্র, ঝাড়খন্ড এবং ওড়িশার ঝুঁকিপূর্ণ ও সংবেদনশীল এলাকার উপজাতি সম্প্রদায়ের প্রায় ২০০জন যুবক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
Site Admin | January 15, 2026 11:23 AM
ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক কলকাতায় ১৭তম উপজাতি যুব বিনিময় কর্মসূচির আয়োজন করছে।