ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেছেন, প্রতি রবিবার সাইকেলে চড়াটা এখন দেশে আন্দোলনে পরিণত হয়েছে। স্বদেশী ভাবনা তুলে ধরা ও নিজেকে ফিট রাখার জন্য ৫০ জনেরও বেশি সাংসদ নিয়মিত সাইকেলে চড়া শুরু করেছেন। আজ নতুন দিল্লিতে ভারতীয় রেলওয়ের গর্ব সে স্বদেশী অনুষ্ঠানে তিনি বলেন, দেশে অন্তত ৮ হাজার জায়গায় এই কর্মসূচি পালিত হচ্ছে। তিনি আরও বলেন, সাইক্লিং সুস্থ ভারত বা ফিট ইন্ডিয়ার প্রতীক।এটি দূষণমুক্ত যান এবং সেই সঙ্গে শরীরের জন্যও খুবই উপকারী। তিনি জানান, জিএসটি সংস্কারের মাধ্যমে সাইকেলের জিএসটি ১৮ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
Site Admin | September 7, 2025 12:36 PM
ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী মনসুখ মানডাভিয়া বলেছেন, প্রতি রবিবার সাইকেলে চড়াটা এখন দেশে আন্দোলনে পরিণত হয়েছে।