মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 29, 2025 6:26 PM

printer

ক্যানবেরার মানুকা ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি -২০ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

ক্যানবেরার মানুকা ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি -২০ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। ভারতের ইনিংসের ৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে। খেলা পুনরায় শুরু হলে আম্পায়াররা ম্যাচ ১৮ ওভারের করার সিদ্ধান্ত নেন, এরপর ৯ ওভার ৪ বল খেলা হওয়ার পর বৃষ্টি আবার খেলায় বিঘ্ন ঘটায়। বৃষ্টি লাগাতার চলতে থাকায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। ভারত ৯ ওভার ৪ বলে ১ উইকেটে ৯৭ রান তুলেছিলো। অধিনায়ক সূর্য কুমার যাদব ৩৯ ও সহ অধিনায়ক শুভমন গিল ৩৭ রানে অপরাজিত ছিলেন। অভিষেক শর্মা ১৯ রান করে আউট হন। ভারতের একমাত্র উইকেটটি নেন নাথান অ্যালিস। দুই দলের মধ্যে সিরিজের দ্বিতীয় ম্যাচ শুক্রবার মেলবোর্নে অনুষ্ঠিত হবে