মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 22, 2025 5:46 PM

printer

কোভিড অতিমারীর চার বছর পর, কৈলাস মানস সরোবর যাত্রা ৩০শে জুন থেকে পুনরায় শুরু হতে চলেছে

কোভিড অতিমারীর চার বছর পর, কৈলাস মানস সরোবর যাত্রা ৩০শে জুন থেকে পুনরায় শুরু হতে চলেছে।  উত্তরাখন্ডের লিপুলেক পাস হয়ে এবার এই যাত্রার আয়োজন করা হয়েছে। ভারত সরকারের বিদেশ মন্ত্রক এবং উত্তরাখন্ড সরকারের যৌথ উদ্যোগে চলবে এই যাত্রা।  উত্তরাখন্ড সরকারের অধীনস্থ কুমায়ুন মন্ডল বিকাশ নিগমকে এই তীর্থযাত্রায় অংশগ্রহণকারীদের দায়িত্ব দেওয়া হয়েছে। দিল্লী থেকে শুরু হয়ে পিথুরাগড় জেলার লিপুলেক পাস হয়ে তীর্থযাত্রীরা চীনে প্রবেশ করবে। ২২ দিনের এই যাত্রায় এবার ২৫০ জন তীর্থযাত্রী অংশ নেবেন। ৫০ জন তীর্থযাত্রীর প্রথম দলটি ১০ই জুলাই চীনে প্রবেশ করবে এবং শেষ দলটি ২২ শে অগাষ্ট দেশে ফিরে আসবে। যাত্রাপথে তীর্থযাত্রীরা টনকপুর, ধারচুলা, গুঞ্জি এবং নভীঢাং –এ যাত্রা বিরতি করবে। ফেরার পথে তারা বুন্দি, চৌকরি এবং আলমোড়া হয়ে দিল্লী ফিরবে।  ইন্দো–তিব্বত সীমান্ত পুলিশ, ITBP-র সহযোগিতায় দিল্লী এবং গুঞ্জিতে তীর্থযাত্রীদের মেডিক্যাল পরীক্ষা করা হবে।