কৈলাস মানসরোবর যাত্রীদের দ্বিতীয় দলটি আজ কৈলাস পর্বত এবং মানসরোবর যাত্রা শেষ করে গ্যাংটক ফিরে এসেছে। গত মাসের ২৫ তারিখ ৪৭ জনের এই দলটি নাথুলা সীমান্ত পেরিয়ে, যাত্রা শুরু করেছিলেন। সিকিম সরকারের ব্যবস্থাপনা এবং আতিথেয়তার জন্য এই যাত্রী দলটি তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। গত মাসের কুড়ি তারিখ থেকে ঐতিহাসিক কৈলাস মানসরোবর যাত্রা শুরু হয়েছিল।
Site Admin | July 6, 2025 5:41 PM
কৈলাস মানসরোবর যাত্রীদের দ্বিতীয় দলটি আজ কৈলাস পর্বত এবং মানসরোবর যাত্রা শেষ করে গ্যাংটক ফিরে এসেছে।
