মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

May 19, 2025 9:17 AM

printer

কে এল রাহুল টি -২০ ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করার নজির গড়েছেন।

কে এল রাহুল টি -২০ ক্রিকেটে ভারতের দ্রুততম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করার নজির গড়েছেন। গতকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গুজরাট টাইটানস এর বিরুদ্ধে আইপিএল এর ম্যাচে ৬৫ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস এর দৌলতে বিরাট কোহলিকে টপকিয়ে তিনি এই রেকর্ড করেন।

টি -২০ কেরিয়ারে ২২৪ ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেছেন রাহুল। বিরাট কোহলি ২৪৩ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেছিলেন।  টি -২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ৮ হাজার রান করার নিরিখে রাহুল তৃতীয় ও কোহলি চতুর্থ স্থানে আছেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটার ক্রিস গেইল ২১৩ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও ব্যাটার বাবর আজম ২১৮ ইনিংস খেলে এই রান করেছিলেন।

ভারতের দ্রুততম ব্যাটার হিসেবে ৮ হাজার রান পূর্ণ করার জন্য ৩৩ রানের প্রয়োজন ছিলো রাহুলের।  দিল্লির ইনিংসের ষষ্ঠ ওভারে গতকাল  এই মাইলফলক স্পর্শ করেন রাহুল, ৬৫ বলে ১১২ রানের অপরাজিত ইনিংসের মধ্যেই।