মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 22, 2025 11:46 AM

printer

কেরালা সফর রত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শবরীমালা মন্দির পরিদর্শন করবেন।

কেরালা সফর রত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শবরীমালা মন্দির পরিদর্শন করবেন। চার দিনের কেরালা সফরে গত সন্ধ্যায় তিনি  তিরুবনন্তপুরমে পৌঁছন। তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে,রাষ্ট্রপতিকে  সাদর  অভ্যর্থনা জানান কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেরকার , মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন  প্রমুখ।    

আগামীকাল, শ্রীমতি মুর্মুর কেরালা রাজভবনে, প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের একটি মূর্তির  উন্মোচন করার কথা।