কেরালা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সমাজের প্রতিটি শ্রেণী, বিশেষত দুৰ্বল ও প্রান্তিক গোষ্ঠীর ক্ষেত্রে ‘বিকশিত ভারতে’র লক্ষ্য অর্জনের জন্য সমান সুযোগ প্রয়োজন। কেরালার রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের আবক্ষ মূর্তি উন্মোচনের পর বক্তৃতাকালে আজ এ কথা বলেন তিনি।
প্রাক্তন রাষ্ট্রপতি কে আর নারায়ণনের অবদানের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, শ্রী নারায়ণন সততা, করুণা এবং গণতান্ত্রিক চেতনার উত্তরাধিকার রেখে গেছেন। অন্তর্ভুক্তিমূলক দেশ গঠনের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। শ্রীমতি মুর্মু আরও বলেন, কে আর নারায়ণন দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শিক্ষা সভ্যতার ভিত্তি এবং এটি যেকোনো সমাজের উন্নয়নের জন্য অপরিহার্য।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিহারের রাজ্যপাল আরিফ মুহাম্মদ খান।
 
									 
		 
									 
									 
									