October 23, 2025 8:34 AM

printer

কেরালা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে. আর নারায়ণনের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করবেন।

কেরালা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাজভবনে প্রাক্তন রাষ্ট্রপতি কে. আর নারায়ণনের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করবেন। এরপর তিরুবনন্তপুরমের কাছে ভার্কালা-তে শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরু সমাধির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। অপরাহ্নে রাষ্ট্রপতি, পালায় সেন্ট থমাস কলেজের প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এর আগে গতকাল শ্রীমতি মুর্মু সবরীমালা মন্দির দর্শন করেন।