মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 22, 2025 5:16 PM

printer

কেরালা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শবরী মালা মন্দির দর্শন করে পুজো দিয়েছেন ।

কেরালা সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শবরী মালা মন্দির দর্শন রে পুজো দিয়েছেন । চার দিনের কেরালা সফরে থাকা রাষ্ট্রপতি তিরুবনন্তপুরম থেকে পাথানামথিত্তায় পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে সবরীমালা সংলগ্ন পাম্পায় যান। এর আগে সকালেকেরালার দেবস্বম মন্ত্রী ভি এন বাসবান ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিক রাষ্ট্রপতিকে স্বাগত জানান। দুপুরের পুজো  শেষ হওয়ার আগে তিনি মূল মন্দির প্রাঙ্গনে সবরীমালার দর্শন করেন।