মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

August 5, 2024 9:30 AM

printer

কেরালায়, ভূমিধ্বস বিধ্বস্ত ওয়েনাড়ে ত্রাণ ও উদ্ধারকাজ আজ সপ্তম দিনে পড়লো।

কেরালায়, ভূমিধ্বস বিধ্বস্ত ওয়েনাড়ে ত্রাণ ও উদ্ধারকাজ আজ সপ্তম দিনে পড়লো। ধ্বংস্তুপের তলায় আরো কোনো দেহ চাপা পড়ে আছে কিনা, তা’ জানতে ব্যাপক অভিযান শুরু করেছে NDRF, SDRF ও সেনাবাহিনীর জওয়ানরা। এখনো পর্যন্ত নিখোঁজ শতাধিক। ড্রোন চালিত ইন্টেলিজেন্ট ব্যুরিড অবজেক্ট ডিটেকশন সিস্টেম’ ব্যবহার করে, চাপা পড়ে থাকা দেহাবশেষের সন্ধান চলেছে।

পুরোনো মানচিত্রের সাহায্যে ধস পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।

সেনাবাহিনীর চারটি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগ মোতায়েন রয়েছে। গতরাতে ৬৭টি অজ্ঞাতপরিচয় দেহ কিংবা দেহাংশ উদ্ধার করা গেছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।