মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 5, 2025 9:50 AM

printer

কেরালায় নিপা ভাইরাস সংক্রমণের দুটি নতুন ঘটনা সামনে এসেছে

কেরালায় নিপা ভাইরাস সংক্রমণের দুটি নতুন ঘটনা সামনে এসেছে। কোঝীকোডে অ্যাকিউট এন্সেফেলাইটিশ সিনড্রোমে ১৮ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে এবং মালাপ্পূরামে ৩৮ বছরের এক মহিলার চিকিৎসা চলছে। এই ঘটনার জেরে কোঝীকোডে, মালাপ্পূরাম এবং পালাক্কাড জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উচ্চ সতর্কতা জারী করা হয়েছে। সামাজিক দূরত্ব, নিভৃতাবাস সংক্রান্ত বিধি এবং নজরদারী ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।