মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 13, 2024 1:45 PM

printer

কেরালায় আজ সর্বত্র বিদ্যারম্ভম উৎসব পালিত হচ্ছে।

কেরালায় আজ সর্বত্র বিদ্যারম্ভম উৎসব পালিত হচ্ছে। বিদ্যারম্ভম হল শিশুদের বিদ্যাশিক্ষার প্রথম পদক্ষেপ। শিশুর অভিভাবকরা নাচ গানের মাধ্যমে শিশুশিক্ষার প্রাথমিক স্তরের সূচনা করেন। রাজ্যের  বিভিন্ন  স্থানে শিক্ষক, লেখক এবং প্রাজ্ঞ ব্যক্তিরা শিশুভাবনার শরীক হয়ে তাদের সঙ্গে একত্রিত হন।  এই বিদ্যারম্ভম অনুষ্ঠান রাজ্যের বিভিন্ন মন্দিরেও অনুষ্ঠিত হয়। শিশুরা যাতে সুস্থ, স্বাভাবিক এবং ধার্মিক জীবনযাপনে বেড়ে ওঠে , সেদিকেই নজর থাকে অভিভাবকদের।