কেরালার সবরিমালা পাহাড়ের মন্দিরে মকর সংক্রান্তির রাতে পোন্নাম্বালামেডুতে মকরজ্যোতির আবির্ভাব প্রত্যক্ষ করতে মকর বিলক্কু উৎসবে সামিল হবেন হাজার হাজার ভক্ত।এই উৎসব উদযাপনের অংশ হিসেবে ভগবান আয়াপ্পাকে পবিত্র অলঙ্কার ‘তিরুভরণম’ ভূষিত করে ধর্মীয় শোভাযাত্রায় সামিল হয়ে নানা আচার অনুষ্ঠানের রয়েছে।
ইতিমধ্যেই হাজার হাজার তীর্থযাত্রী ওই এলাকায় পৌঁছে গেছেন। সন্নিধানম এবং মকরজ্যোতি দেখার স্থানগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভিড়ের সময়ে তীর্থযাত্রীদের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আজ ভার্চুয়াল কিউয়ের মাধ্যমে শুধুমাত্র ৩০,০০০ তীর্থযাত্রীকে প্রবেশের অনুমতি দেওয়া হবে।