কেরালার পাঠানমথিত্তা জেলার পাহাড়ে অবস্থিত ভগবান আয়াপ্পনের মন্দির শবরী মালা আজ সন্ধ্যায় খুলে যাচ্ছে। মন্দির সূত্রে জানা গেছে আগামীকাল ভোর থেকে শবরীমালার মাসিক প্রার্থনা শুরু হবে এবং আগামী ২১শে সেপ্টেম্বর মন্দির বন্ধ থাকবে। ইতিমধ্যে ত্রিভাঙ্কোর দেবোস্বম বোর্ড তাদের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে আগামী শনিবার ২০শে সেপ্টেম্বর বিশ্ব আয়াপ্পা সঙ্গমম আয়োজনের পরিকল্পনা করেছে।
Site Admin | September 16, 2025 1:49 PM
কেরালার পাঠানমথিত্তা জেলার পাহাড়ে অবস্থিত ভগবান আয়াপ্পনের মন্দির শবরী মালা আজ সন্ধ্যায় খুলে যাচ্ছে