মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 19, 2025 11:47 AM

printer

কেরালায় আগামীকাল পর্যন্ত অতি ভারী বর্ষণের লাল সর্তকতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর

কেরালায় আগামীকাল পর্যন্ত অতি ভারী বর্ষণের লাল সর্তকতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। কেরালার মাল্লাপ্পুরম, কোঝিকোর, ওয়াইনাদ, কুন্নুর ও কাসারগড় জেলায়  আজ প্রবল বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। ওয়াইনাদ, কুন্নুর ও কাসারগড় জেলায়  আজ সমস্ত শিক্ষা প্রতিস্থানে ছুটি ঘোষণা করা হয়েছে।রাজস্থান, মধ্যপ্রদেশ , অসম,তামিলনাড়ু এবং কর্নাটকে আজ ভারি থেকে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে। হিমাচল প্রদেশ,উত্তরাখন্ড্‌ ,উত্তর প্রদেশ্, জম্মু-কাশ্মীর পাঞ্জাব এবং হরিয়ানায় ২৪ শে জুলাই পর্যন্ত ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আইএমডি।

এদিকে উত্তরাখণ্ডের নৈনিতাল ,উধম সিংনগর এবং চম্পাবাদ জেলায় আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দেরাদুন ,তেহেরি্‌,পাউর্রী,হরিদ্বারে আগামী সোমবার প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।