December 8, 2025 11:44 AM

printer

কেপটাউনে পুরুষদের তিন ম্যাচের হকি সিরিজে ভারত, দক্ষিণ আফ্রিকাকে ৫-২ গোলে হারিয়ে দিয়েছে

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে হকির তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে গতকাল ভারত দক্ষিণ আফ্রিকাকে ৫-২ গোলে পরাজিত করেছে। ভারতের হয়ে গোল করেন শৈলানন্দ লাকরা, আদিত্য লালাগে, অমিত রহিদাস, হরমনপ্রীত সিংহ ও দিলপ্রীত সিংহ। আজ ভারতীয় সময় রাত সাড়ে আটটায় সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলবে ভারত।