মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 22, 2025 10:13 PM

printer

কেন্দ্র ১লা এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির উপর ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে।

কেন্দ্র ১লা এপ্রিল থেকে পেঁয়াজ রপ্তানির উপর ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছে। উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত কৃষকদের জন্য লাভজনক মূল্য নিশ্চিত করার পাশাপাশি উপভোক্তাদের কাছেও সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ সরবরাহে সহায়ক হবে।   মন্ত্রক আরও জানিয়েছে যে রবি ফসলের ভালো ফলনের আশায় মণ্ডি এবং খুচরা বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। রবি মরশুমে পেঁয়াজ সহ অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির ফলে আগামী মাসগুলিতে দাম আরও কমতে পারে বলে মনে করা হচ্ছে।

গত বছরের ১৩ই সেপ্টেম্বর থেকে দেশীয় চাহিদা মেটানোর জন্য পেঁয়াজ রপ্তানির উপর ২০ শতাংশ রপ্তানি শুল্ক বলবৎ ছিল।