December 26, 2025 9:32 PM

printer

কেন্দ্র-রাজ্য সম্পর্কর উন্নতির উপর গুরুত্ব দিয়ে আজ থেকে রাজ্যগুলির মুখ্যসচিবদের পঞ্চম জাতীয় সম্মেলন শুরু হয়েছে

নতুন দিল্লিতে আজ থেকে রাজ্যগুলির মুখ্যসচিবদের পঞ্চম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আগামীকাল এই সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনদিনের এই সম্মেলনে কেন্দ্র-রাজ্য সম্পর্কর উন্নতি নিয়ে কথাবার্তা হবে। প্রধানমন্ত্রীর সহযোগিতামূলক সাধরণতন্ত্রর ধারণার সঙ্গে সাযুজ্য রেখে কেন্দ্র-রাজ্য সম্পর্কের নানা দিক, কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব তা নিয়ে মত বিনিময়ের পাশাপাশি মানবসম্পদকে পূর্ণমাত্রায় কাজে লাগানোর জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন সে বিষয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। দেশের সম্পদ ও পুঁজিকে পূর্ণমাত্রায় কীভাবে কাজে লাগানো যায় তা নিয়েও মত বিনিময় করা হবে। এ ছাড়া বিদ্যালয়,ব্যবস্থা, ক্রীড়া পরিকাঠমো প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়গুলিও আলোচনায় থাকবে।