কেন্দ্র , রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নকল এবং নিম্নমানের সার বিক্রয়কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান, নকল সারের বিক্রি , ভর্তুকি যুক্ত সারের কালোবাজারি এবং এসংক্রান্ত নানারকম অনৈতিক কাজকর্ম বন্ধ করার উদ্দেশ্যে সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন , কৃষি হলে ভারতের অর্থনীতির মেরুদণ্ড এবং কৃষকদের স্বার্থে তাদের সঠিক সময়ে এবং সাশ্রয়ী মূল্যে গুনমান সম্পন্ন সার সরবরাহ করা প্রয়োজন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনে FIR দায়ের এবং তাদের লাইসেন্স বাতিল করতে নির্দেশ দিয়েছেন তিনি।
Site Admin | July 13, 2025 10:09 PM
কেন্দ্র , রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নকল এবং নিম্নমানের সার বিক্রয়কারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।
