কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি বলেছেন, অটোমোবাইল ক্ষেত্রে জাপানকে পিছনে ফেলে ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম বাজার হয়ে উঠেছে। আগামী ৫ বছরে দেশ শীর্ষ স্থানে পৌঁছে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নতুন দিল্লীতে আজ আন্তর্জাতিক মূল্য সংক্রান্ত চলতি বছরের শীর্ষ সম্মেলনের সূচনা করে শ্রী গড়কড়ি, জোর দিয়ে বলেন, পরিবেশবান্ধব যান চলাচল এবং প্রযুক্তিগত উদ্ভাবনের নেতৃত্বদানকারী হাব হয়ে উঠেছে। সড়ক পরিকাঠামোয় দেশের কৃতিত্বের ওপর আলোকপাত করে মন্ত্রী বলেন, ভারতে বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠেছে। নতুন জ্বালানী বিকল্প হিসেবে ভারতে আই এস ও বুটানল ও বায়ো বিটুমিনের ব্যবহার ক্রমশঃ বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
Site Admin | September 15, 2025 10:02 PM
কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়কড়ি বলেছেন, অটোমোবাইল ক্ষেত্রে জাপানকে পিছনে ফেলে ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম বাজার হয়ে উঠেছে।