কেন্দ্রীয় স্বাস্হ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, গত বছর দেশজুড়ে প্রায় ১৮ হাজারের বেশি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে। এক বছরের হিসেবে যা সর্বাধিক। নতুন দিল্লিতে আজ পঞ্চদশ অঙ্গদান দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে শ্রী নাড্ডা বলেন, ২০২৩ সালে ৩ লক্ষেরও বেশি নাগরিক ন্যাশনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশনের মাধ্যমে অঙ্গদানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন। অঙ্গ প্রতিস্থাপন ক্ষেত্রে ভারত বিশ্বের মধ্যে তৃতীয় স্হানে রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী বিভিন্ন অঙ্গনদানকারী এবং গ্রহণকারী ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
Site Admin | August 2, 2025 5:46 PM
কেন্দ্রীয় স্বাস্হ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, গত বছর দেশজুড়ে প্রায় ১৮ হাজারের বেশি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে।
