কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দু বছরের নীচে শিশুদের সর্দি কাশির ওষুধ প্রেসক্রাইব করতে বা দিতে নিষেধ করেছে।। এই সংক্রান্ত এক পরামর্শে মন্ত্রক বলেছে, ৫ বছরের নীচে শিশুদের ক্ষেত্রে সচরাচর এ ধরনের ওষুধ না দেওয়া এবং তার ঊর্ধ্বে বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের মাত্রার ওপর কড়া নজর রাখার কথাও বলা হয়েছে। ইতিমধ্যেই সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য পরিষেবা নির্দেশককে মন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। সমস্ত সরকারী ও জেলা হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠানে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নিতে অনুরোধও জানানো হয়েছে। ওই পরামর্শে বলা হয়েছে, বেশিরভাগক্ষেত্রে শিশুদের যখন খুব কাশি হয়, তখন সেই অসুখ নিজে থেকেই সেরে যায়। এর জন্য আলাদাভাবে ওষুধ দিতে হয় না ।
মধ্যপ্রদেশে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় কাফ সিরাপের কোনো যোগ নেই বলেও কেন্দ্র স্পষ্ট জানিয়েছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র, জাতীয় ভাইরোলজি প্রতিষ্ঠান এবং ওষুধের মান নিয়ন্ত্রক কেন্দ্রীয় সংগঠনের যৌথ দল ঘটনাস্থল পরিদর্শন করে। শিশুদের শরীর থেকে নমুনা সংগ্রহ করা ছাড়াও কফ সিরাপের নমুনাও পরীক্ষা করে দেখেন তাঁরা।