December 22, 2025 9:55 PM

printer

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত ১১ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যক্ষেত্রে এক বিরাট রূপান্তর প্রত্যক্ষ করেছে

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, গত ১১ বছরে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার স্বাস্থ্যক্ষেত্রে এক বিরাট রূপান্তর প্রত্যক্ষ করেছে। প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা আরো জোরদার করতে সরকার সর্বোত্তম উপায় গ্রহণ করেছে। নতুন দিল্লীর সফদরজং হাসপাতাল এবং বর্ধমান মহাবীর মেডিকেল কলেজের সমাবর্তন অনুষ্ঠানে শ্রীমতি প্যাটেল বলেন, স্বাস্থ্য পরিষেবাকে আরো সুলভ ও উন্নত করে তোলাই সরকারের মূল লক্ষ্য। দরিদ্র ও অভাবী মানুষের অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষিত করতে সরকা একাধিক প্রকল্প চালু করেছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, মন্ত্রী বলেন, দেশে মেডিকেল কলেজের সংখ্যা ২০১৪ সালের ৩শো৮৭ থেকে বেড়ে বর্তমানে ৮শো৩ এ পৌঁছেছে। ডাক্তারীর আসন সংখ্যাও ৫১ হাজার থেকে বেড়ে হয়েছে ১ লক্ষ ২৮ হাজার। প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা দিতে সাড়া দেশে ১ লক্ষ ৭৮ হাজার  আয়ুষ্মান আরোগ্য মন্দির চালু রয়েছে বলে মন্ত্রী জানান।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।