মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 6, 2025 11:51 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের অহিল্যানগরে কোপারগাঁও-এ দেশের প্রথম সমবায়-ভিত্তিক কমপ্রেসড্‌ বায়োগ্যাস ও স্প্রে ড্রায়ার পটাশ গ্র্যানিয়ুল প্রকল্পের উদ্বোধন করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের অহিল্যানগরে কোপারগাঁও-এ দেশের প্রথম সমবায়-ভিত্তিক কমপ্রেসড্‌ বায়োগ্যাস ও স্প্রে ড্রায়ার পটাশ গ্র্যানিয়ুল প্রকল্পের উদ্বোধন করেছেন।

শ্রী শাহ, শঙ্কর রাও কোলে সমবায়ভিত্তিক চিনি কল, CNG এবং পটাশ উৎপাদনের মাধ্যমে চক্রাকার অর্থনীতির নিদর্শন স্থাপন করেছেন। দেশ জু্ড়ে ১৫ টি সমবায়-ভিত্তিক চিনি কলে, এধরণের ইউনিট গড়ে তোলা হবে এবং এক্ষেত্রে মহারাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রী শাহ্‌ উল্লেখ করেন।

   মন্ত্রী আরো জানান, জাতীয় সমবায় উন্নয়ন নিগম-NCDC-র মাধ্যমে কেন্দ্রীয় সরকার ১৫ টি চিনিকলকে আর্থিক সহায়তা দিচ্ছে এবং ছ’বছরে ১১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করে শস্যের ক্ষেত্রে আত্মনির্ভরতা অভিযানের সূচনা করেছেন।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।