কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের অহিল্যানগরে কোপারগাঁও-এ দেশের প্রথম সমবায়-ভিত্তিক কমপ্রেসড্ বায়োগ্যাস ও স্প্রে ড্রায়ার পটাশ গ্র্যানিয়ুল প্রকল্পের উদ্বোধন করেছেন।
শ্রী শাহ, শঙ্কর রাও কোলে সমবায়ভিত্তিক চিনি কল, CNG এবং পটাশ উৎপাদনের মাধ্যমে চক্রাকার অর্থনীতির নিদর্শন স্থাপন করেছেন। দেশ জু্ড়ে ১৫ টি সমবায়-ভিত্তিক চিনি কলে, এধরণের ইউনিট গড়ে তোলা হবে এবং এক্ষেত্রে মহারাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রী শাহ্ উল্লেখ করেন।
মন্ত্রী আরো জানান, জাতীয় সমবায় উন্নয়ন নিগম-NCDC-র মাধ্যমে কেন্দ্রীয় সরকার ১৫ টি চিনিকলকে আর্থিক সহায়তা দিচ্ছে এবং ছ’বছরে ১১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ করে শস্যের ক্ষেত্রে আত্মনির্ভরতা অভিযানের সূচনা করেছেন।