কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে একদিকে যেমন তাদের সতর্ক থাকতে বলা হয়েছে, অপরদিকে তেমনি সীমান্তের ওপার থেকে কোনো গুলি চালনার ঘটনা ঘটলে অসামরিক প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কথাও জানানো হয়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণার কয়েক ঘন্টা পরেই এই বৈঠক হয়।
Site Admin | May 11, 2025 9:10 AM
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন গতকাল ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক করেছেন।
