কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ দুদিনের অসম সফরে আজ সন্ধ্যেয় গুয়াহাটি পৌঁছবেন। আগামীকাল সকালে তিনি গুয়াহাটির রাজভবনে নবনির্মিত ব্রহ্মপুত্র উইং-এর উদ্বোধন করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জাতীয় সাইবার ফরেন্সিক ল্যাবরেটারির উদ্বোধনের পাশাপাশি সশস্ত্র বাহিনীর জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের শিলান্যাস’ও করবেন। তিনি গুয়াহাটিতে ‘পঞ্চায়েত সম্মেলনে’অংশ নেবেন। রাজ্যের পঞ্চায়েতগুলির প্রায় ২০ হাজার সদস্য এতে যোগ দেবেন বলে জানা গেছে।
তবে, বোড়োল্যান্ড আঞ্চলিক পরিষদের নির্বাচন থাকায়, সেখান থেকে কোন প্রতিনিধি, এতে যোগ দিচ্ছেন না।