May 19, 2025 8:15 AM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অপারেশন সিঁন্দুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, অপারেশন সিঁন্দুরকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন। তিনি একে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ইচ্ছাশক্তি, ভারতীয় সশস্ত্র বাহিনীর বীরত্ব এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার  দৃঢ় মানসিকতার একটি প্রমাণ হিসেবে উল্লেখ করেন।  

 গত সন্ধ্যায় আহমেদাবাদ পৌর  নিগমের ১,৫০০ কোটি টাকার বেশ কিছু উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পর এক জনসভায় অমিত শাহ  বলেন, এই অভিযান শুধুমাত্র ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি প্রদর্শন করেনি, বরং বিশ্বের সামনে  পাকিস্তানকে সন্ত্রাসবাদের জন্য একটি নিরাপদ আশ্রয় হিসেবে উন্মোচন করেছে।

সীমান্তে সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে ভারতের কঠোর পদক্ষেপের উল্লেখ করে  তিনি প্রধানমন্ত্রীর অটল অবস্থানের কথা স্মরণ করিয়ে দেন যে, “সন্ত্রাস এবং বাণিজ্য একসাথে চলতে পারে না।”