কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী আজ নতুন দিল্লীর বিজ্ঞান ভবনে পুষ্টি ক্ষেত্রে নিরাপত্তা ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ভূমিকা নিয়ে এক সম্মেলনের উদ্বোধন করবেন। এর উদ্দেশ্য হল, বিভিন্ন উদ্ভাবনী ও দীর্ঘস্থায়ী পন্থা পদ্ধতির মাধ্যমে বিশেষ করে শিশুদের মধ্যে অপুষ্টি দূর করা। জাতীয় ডেয়ারি উন্নয়ন পর্ষদ এনডিডিবি আয়োজিত ঐ সম্মেলনে শ্রী শাহ ছত্তিশগড়ের সেইল ভিলাই ইস্পাত প্রকল্পে সিএসআর উদ্যোগের আওতায় গিফট মিল্ক কর্মসূচীর তৃতীয় পর্যায়েরও সূচনা করবেন। ভিলাই ইস্পাত প্রকল্পের খনি এলাকায় সরকারি স্কুলগুলির প্রায় ৪ হাজার পড়ুয়া এই কর্মসূচার ফলে উপকৃত হবেন। এর আওতায় এনডিডিবির পরিচালনায় ছত্তিশগড় দুগ্ধ ফেডারেশন বাচ্চাদের ভিটামিন এ ও ডি সমৃদ্ধ দুধ সরবাহ করবে।
এছাড়াও সফরকালে শ্রী শাহ আইডিবিআই ব্যাঙ্কের সিএসআর উদ্যোগের অঙ্গ হিসাবে শিশু সঞ্জীবনী কর্মসূচীরও উদ্বোধন করবেন। এর আওতায় মহারাষ্ট্রের নাগপুর জেলায় গ্রামাঞ্চলের অঙ্গনওয়ারি কেন্দ্রগুলির প্রায় তিন হাজার পড়ুয়াকে বিভিন্ন পুষ্টিকর খাবার দাবার প্রদান করা হবে।