December 25, 2025 5:34 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, ওড়িশা নকশালমুক্ত হওয়ার পথে অনেকদূর এগিয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ বলেছেন, ওড়িশা নকশালমুক্ত হওয়ার পথে অনেকদূর এগিয়েছে। ওড়িশার কান্ধামালে এক বড় অভিযানে কেন্দ্রীয় কমিটির সদস্য গণেশ উইকে সহ ৬ জন নকশালের মৃত্যু, নকশাল মুক্ত ভারতের পথে এক বিরাট পদক্ষেপ বলে অভিহিত করেন তিনি। সরকার ২০২৬ সালের ৩১ শে মার্চের মধ্যে দেশকে নকশাল মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান শ্রী শাহ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।