কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, গত ১১ বছরে পরবর্তী প্রজন্মের পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তিনি গতকাল নতুন দিল্লীতে রিয়েল এস্টেট ডেভলপার অ্যাসোসিয়েশনের মহাসংঘ – ক্রেডাইয়ের জাতীয় সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন। শ্রী শাহ বলেন, জাতীয় ইনফাস্ট্রাকচার পাইপলাইন, ভারতমালা, সাগরমালা ও পর্বতমালার মত বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পেরও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, নগরোয়ন্নয়ন ক্ষেত্রে স্পষ্ট দিশা নির্দেশ পাওয়া গেছে। ভারত এখন বিশ্বের অগ্রণী পরিকাঠামোগত দেশগুলির অন্যতম।
শ্রী শাহ, দীর্ঘস্থায়ী উন্নয়নের লক্ষ্যে ডেভেলপার ও শিল্প সংস্থাগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
পরিসংখ্যান দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে দেশের শহরাঞ্চলে জনসংখ্যা ৫০ শতাংশ পৌঁছবে বলে মনে করা হচ্ছে। এই বাসিন্দাদের জন্য বাসস্থানের বন্দোবস্ত করার দায়িত্ব মূলত ডেভলপারদের। এই প্রসঙ্গে তিনি রিয়েল এস্টেট রেগুলেটারি অথারিটি রেরা-র গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরে।
পরিবেশ বান্ধব নিয়ম নীতি, শক্তি সাশ্রয়ী ব্যাবস্থাপনা, জল পরিচালনা, বৃষ্টির জল সংরক্ষণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যাবস্থাপনাও , হাউসিং ক্ষেত্রে নিউ নরমাল বা নব্য স্বাভাবিক হয়ে উঠবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভুপেন্দ্র যাদব দেশের অর্থনৈতিক উন্নয়ন, শহরাঞ্চলের ভবিষ্যত্ ও জীবনযাত্রার মান নির্ধারণে রিয়েল এস্টেট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন।