March 9, 2025 10:10 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ গুজরাটের আমেদাবাদে সাস্তু সাহিত্য মুদ্রনালয় ট্রাস্টের পুনর্মুদ্রিত ২৪-টি বই প্রকাশ করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ গুজরাটের আমেদাবাদে সাস্তু সাহিত্য মুদ্রনালয় ট্রাস্টের পুনর্মুদ্রিত ২৪-টি বই প্রকাশ করেছে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ্ গুজরাতি ভাষাকে সমৃদ্ধ করার জন্য গোবর্দ্ধনরাম ত্রিপাঠী হেমচন্দ্রাচার্য, নারমাদ, নরসিং মেহেতা এবং জাভের চাঁদ মেঘানির মতো বিশিষ্ট পন্ডিতদের ভুয়সী প্রশংসা করেন। পঠন-পাঠনে উৎসাহদানে গুজরাট সরকারের প্রয়াসেরও তিনি প্রশংসা করেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জৈনাচার্য শ্রীমদ্ বুদ্ধি সাগর সুরিশ্বরজী মহারাজের জন্ম শতবার্ষিকীর প্রাক্কালে একটি স্মারক মুদ্রা প্রকাশ করেন। আজ তার আরও বেশকিছু কর্মসূচী রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।