কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ও সাইবার নিরাপত্তা এবং আঞ্চলিক পরিকাঠামো সম্পর্কিত বিষয়গুলি নিয়ে এখানে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার অপরাধ মোকাবিলার ক্ষেত্রে সমন্বয়, পারস্পরিক যোগাযোগ এবং দক্ষতা সম্পর্কিত দীর্ঘমেয়াদী কৌশলের উপর গুরুত্ব দেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নিরাপত্তার ক্ষেত্রে কৌশলগত গুরুত্বের উপর পৃথক একটি বৈঠকও অনুষ্ঠিত হয়।
শ্রী শাহ এর পর পোর্ট ব্লেয়ার বা শ্রী বিজয়পুরমের আইটিএফ গ্রাউন্ডে নতুন ন্যায় সংহিতার উপর একটি প্রদর্শনীর উদ্বোধন করবেন। তিনি নেতাজি স্টেডিয়ামে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন। তিন দিনের সফরে গত রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছান।