December 26, 2025 9:34 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ NIA র সন্ত্রাসবাদ মোকাবিলা সম্মেলনের উদ্বোধন করে বলেছেন, জংগী হামলা ঠেকানোর কার্যকরী ব্যবস্থাগুলির পুনরমূল্যায়ন করা হচ্ছে

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আয়োজিত সন্ত্রাস- মোকাবিলা সম্মেলনের উদ্বোধন করেন। সন্ত্রাস-বিরোধী পদক্ষেপে অবদানের জন্য এনআইএ কর্মীদের তিনি সম্মান জানান। একটি  সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ জোর দিয়ে বলেন যে সন্ত্রাস মানবজাতির সবচেয়ে বড় শত্রু এবং সকলকে একসঙ্গে এর বিরুদ্ধে লড়াই করতে হবে। তিনি  বলেন যে নরেন্দ্র মোদী সরকার দেশে সন্ত্রাসবাদকে নির্মমভাবে দমন করছে। এই সম্মেলন সন্ত্রাস নির্মূলের জন্য সবচেয়ে কার্যকর কর্মপরিকল্পনা তৈরি করতে বদ্ধ পরিকর।  সম্মেলনের মূল লক্ষ্য হল সন্ত্রাসবাদের হুমকির বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের জন্য বিভিন্ন অংশীদারদের মধ্যে সমন্বয় গড়ে তোলা।