নতুন দিল্লির লালকেল্লার সামনে গত সন্ধ্যায় গাড়ি বোমা বিষ্ফোরণের পর পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ কর্তব্য ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইনটেলিজেন্স ব্যুরোর অধিকর্তা, দিল্লীর পুলিশ কমিশনার এবং এনআইএ-র মহানির্দেশক উপস্থিত রয়েছেন। জম্মু কাশ্মীরের পুলিশের মহানির্দেশক ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দিয়েছেন।
গত সন্ধ্যায় বিস্ফোরণের পর সমস্ত গুরুত্বপূর্ণও স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার লক্ষ্যে তদন্তের কাজ শুরু হয়েছে। আগেই জানানো হয়েছে, গত সন্ধ্যায় দিল্লীর লালকেল্লার কাছে এক গাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৮ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ইতোমধ্যেই দিল্লী পুলিশ, এনআইএ, এনএসজি এবং ফরেন্সিক দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে। দিল্লী পুলিশের কমিশনার সতীশ গোলচা জানিয়েছেন, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে রাস্তার ওপর ট্রাফিক সিগনালে আটকে থাকা একটি গাড়ি চলতে শুরু করলে এই বিস্ফোরণ ঘটে বলে মনে করা হচ্ছে। দিল্লী পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, ইউএপিএ এবং বিস্ফোরক আইন অনুসারে একটি মামলা দায়ের করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিস্ফোরণের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতির বিষয়ে অবহিত হন। স্বরাষ্ট্র মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি আহতদের দেখতে হাসপাতালে যান। পরিস্থিতি বিষয়ে খোঁজ খবর নিতে নাগরিকদের জন্য দিল্লী পুলিশের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এর নম্বর ০১১-২২৯১-০০১০, ০১১-২২৯১-০০১১। এলএমজেপি হাসপাতাল থেকে ০১১-২৩২৩৩-৪০০ নম্বরে ডায়াল করে আহতদের বিষয়ে খোঁজ খবর নেওয়া যাবে।
এছাড়াও এইমস-এর ট্রমা সেন্টারে ০১১-২৬৫৯-৪৪০৫-এ ডায়াল করেও আহতদের বিষয়ে খবর জানা যাবে।