কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, গত দু দিনে ২শো ৫৮ জন বাম চরমপন্থী, হিংসার পথ পরিত্যাগ করেছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় মন্ত্রী উল্লেখ করেন, ছত্তিশগড়ে আজ ১৭০ জন নক্সাল আত্মসমর্পণ করেছে। গতকাল আরো ২৭ জন অস্ত্র ত্যাগ করে। মহারাষ্ট্রেও গতকাল ৬১ জন সমাজের মূল স্রোতে ফিরে এসেছে। ছত্তিশগড়ে গত বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর দু হাজারের বেশী নক্সাল আত্মসমর্পণ করেছে। কমপক্ষে ১ হাজার ৮শো নক্সালকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ হারিয়েছে ৪শোর বেশী নক্সাল।
দেশের সংবিধানের ওপর আস্থা রেখে নক্সালরা হিংসা ত্যাগের যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রশংসা করেন মন্ত্রী । নক্সালের বিরুদ্ধে লড়াইয়ের এ এক মাইলফলক বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক সময়ের নক্সাল অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত অবুজমার এবং উত্তর বস্তারকে নক্সাল মুক্ত হিসেবে ঘোষনা করা হয়েছে। মন্ত্রী বলেন, যারা অস্ত্র ত্যাগ করতে চায় তাঁদের স্বাগত কিন্তু যারা হিংসার পথে চলতে চায় তাঁদের ভারতীয় সেনার মোকাবিলা করতে হবে। এই সাফল্য আগামী বছরের ৩১ শে মার্চের মধ্যে দেশ থেকে নক্সালবাদ সম্পূর্ণ নির্মূল করতে সরকারের সায়বদ্ধতার প্রতিফলন বলেও শ্রী শাহ জানান।