কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। শ্রী শাহ জম্মু ও কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্য অর্জনে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, নিরাপত্তা সংস্থাগুলির লাগাতার প্রচেষ্টার ফলে জম্মু ও কাশ্মীরে শত্রুদের লালিত সন্ত্রাসবাদী নেটওয়ার্ক প্রায় নষ্ট হয়ে গেছে। তিনি পহেলগামে নৃশংস সন্ত্রাসবাদী হামলার পর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন এবং নিরাপত্তা সংস্থাগুলির গৃহীত পদক্ষেপেরও প্রশংসা করেন।