কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্সের শীর্ষস্থানীয় আধিকারিকদের দ্বিতীয় জাতীয় সম্মেলন আজ উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মাদক মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে এটি একটি কৌশলগত মঞ্চ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকার মাদকের ব্যবহারের প্রতি জিরো টলারেন্স নীতি নিয়েছে। মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর এই সম্মেলনের মূল ভাবনা “যৌথ সঙ্কল্প, যৌথ দায়িত্ব”। এছাড়াও, এই সম্মেলনে শ্রী শাহ মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর বার্ষিক রিপোর্ট ২০২৪ পেশ করবেন। সমাজমাধ্যমের এক বার্তায় মন্ত্রী বলেন, ৪ হাজার ৭ শো ৯৪ কোটি টাকার মাদক নষ্ট করে, মাদক ধ্বংস অভিযানের সূচনা করবেন।
Site Admin | September 16, 2025 12:33 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মাদক বিরোধী টাস্ক ফোর্সের শীর্ষস্থানীয় আধিকারিকদের দ্বিতীয় জাতীয় সম্মেলন আজ উদ্বোধন করবেন।
