কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ্ আজ কেরালার তিরুবন্তপুরমে নব নির্মিত রাজ্য সদর দফতরের উদ্বোধন করেছেন। শ্রী শাহ্ কেরালার প্রাক্তন বিজেপি-র রাজ্য সভাপতি কে জি মারার-এর আবক্ষ মূর্তিরও উন্মোচন করেন। নব নির্মিত দফতর চত্বরে বেশ কয়েকটি চারা গাছও রোপন করেন তিনি। বিজেপি-র রাজ্য সভাপতি রাজীব চন্দ্র শেখর সহ বিজেপি নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন। আর কিছুক্ষণ পরেই শ্রী শাহ্ পুথারিকন্দম ময়দানে বুথস্তরে নেতৃত্বের সম্মুখে ভাষণ দেবেন। কেরালার দক্ষিণ জেলাগুলি থেকে প্রায় ৩৬ হাজার নেতা এই সভায় যোগদান করবেন বলে জানা গেছে।
Site Admin | July 12, 2025 1:25 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ্ আজ কেরালার তিরুবন্তপুরমে নব নির্মিত রাজ্য সদর দফতরের উদ্বোধন করেছেন
