কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পুনেতে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে জাতীয় প্রতিরক্ষা একাডেমীর প্রথম বাজিরাও পেশোয়া অশ্বারোহী মূর্তির আবরণ উন্মোচন , জয়রাজ স্পোর্টস এন্ড কনভেনশন সেন্টারের উদ্বোধন এবং পি এইচ আর সি লাইফ স্পেস হেলথ সিটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ২০২৪ সাল থেকে ভারত, দ্রুত পরিকাঠামোগত উন্নয়নের সাক্ষী হয়ে রয়েছে। বিশ্বে অর্থনৈতিক মানচিত্রে ভারত এখন চতুর্থ বৃহত্তম দেশ। ২০৪৭ সাল নাগাদ ভারত অর্থনীতিতে আরো এগিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। অন্য একটি প্রসঙ্গে শ্রী শাহ বলেন, পি এইচ আর সি প্রকল্প পুনেতে কেবলমাত্র নয়, মহারাষ্ট্র জুড়ে স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
Site Admin | July 4, 2025 9:40 PM
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পুনেতে তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের উদ্বোধন ও শিলান্যাস করেছেন
