কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, অমিত শাহ, আজ তেলেঙ্গানার নিজামাবাদে National Turmeric Board, এর সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজামাবাদে হলুদের এই National Turmeric Board তৈরির অনুমোদন দেওয়ায় হলুদ চাষে যুক্ত কৃষকদের চল্লিশ বছরের স্বপ্ন পূরণ হয়েছে। হলুদ চাষিদের কল্যাণে কেন্দ্রীয় সরকার অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করে মন্ত্রী জানান, ২০৩০ সালের মধ্যে হলুদের রপ্তানি ১০০ কোটি ডলারে পৌঁছবে বলে লক্ষ্য মাত্রা রাখা হয়েছে। শ্রী শাহ জানান, এই বোর্ডের মাধ্যমে কৃষকদের নতুন দক্ষতা ও প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হবে। হলুদের ঔষধি গুনের কথা তুলে ধরে তিনি বলেন সারা বিশ্ব হলুদের এই প্রাকৃতিক গুন সম্পর্কে অবহিত হয়েছে।
কেন্দ্রীয় কয়লা মন্ত্রী জি কিষেন রেড্ডি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বি সঞ্জয় কুমার এবং রাজ্যের মন্ত্রী নাগেশ্বর রাও অনসূয়া সিতাক্কা প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।