মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 23, 2025 7:04 PM

printer

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল উত্তরপ্রদেশের বারাণসীতে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের ২৫তম বৈঠকে সভাপতিত্ব করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল উত্তরপ্রদেশের বারাণসীতে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের ২৫তম বৈঠকে সভাপতিত্ব করবেন। ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ নিয়ে গঠিত এই কাউন্সিল। বৈঠকে যোগ দেবেন ওই ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যগুলির ২ জন শীর্ষ মন্ত্রী।
গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই কাউন্সিল। মহিলা ও শিশুদের উপর যৌন অপরাধের মামলার দ্রুত তদন্ত এবং ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে জোনাল কাউন্সিল।