কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল উত্তরপ্রদেশের বারাণসীতে সেন্ট্রাল জোনাল কাউন্সিলের ২৫তম বৈঠকে সভাপতিত্ব করবেন। ছত্তীশগড়, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ নিয়ে গঠিত এই কাউন্সিল। বৈঠকে যোগ দেবেন ওই ৪ রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যগুলির ২ জন শীর্ষ মন্ত্রী।
গত কয়েক বছরে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই কাউন্সিল। মহিলা ও শিশুদের উপর যৌন অপরাধের মামলার দ্রুত তদন্ত এবং ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে মামলাগুলির দ্রুত নিষ্পত্তি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে জোনাল কাউন্সিল।